চাঁদপুরে ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রশাসনের ৩৫৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

চাঁদপুরে ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রশাসনের ৩৫৩ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

জেলা

সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। দুর্যোগপূর্ণ সময়ে নদী উপকূলীয় ও চর এলাকার বাসিন্দাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৫৩টি আশ্রয়কেন্দ্র। একই সাথে নগদ অর্থ ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

আজ এসব তথ্য জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বলেন, জেলার ৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়েছে।
এছাড়াও মওজুদ রাখা হয়েছে ত্রাণ সামগ্রী। এর মধ্যে রয়েছে নগদ ১৭ লাখ ১৫ হাজার টাকা, চাল ৫০৫ মেট্টিক টন চাল, ডেউটিন ও গৃহ নির্মান সামগ্রী ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে শুক্রবার রাত থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌযান বন্ধ ঘোষণা করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) চাঁদপুর। রাত পৌনে ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

এছাড়াও নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘূর্ণিঝড় ‘মোখা’ পূর্ব এবং পরবর্তী সময়ের সতর্কতা বিষয়ে আমাদের নৌ অঞ্চলে মাইকিং করে প্রচারনা চলছে। জেলার যেসব থানা ও পুলিশ ফাঁড়ি রয়েছে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে এলাকার মাছ ধরার ট্রলার, জেলে ও জনগণদের সতর্ক থেকে নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে নির্দেশনা প্রচারণা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *