সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা ও অবৈধ চাই জব্দ করা হয়েছে। আজ সকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ০৪ মে আনুমানিক সকাল ১০০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানাধীন মোহনা সংলগ্ন মিনি কক্সবাজার এলাকায় মেঘনা নদীতে পাতানো অবস্থায় ০৬ টি পাঙ্গাশের পোনা নিধনের চাই ও আনুমানিক ২ হাজার ৫০ কেজি পাঙ্গাশের পোনা জব্দ করা হয়।’
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম। এগুলো পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জীবিত পাঙ্গাশের পোনাগুলো মোহনা সংলগ্ন মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। মৃত পাঙ্গাশের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।