সুজন আহম্মেদ,চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মেঘনায় গভীর রাতে যাত্রীবাহী এমভি কর্ণফুলী ৩ লঞ্চের ধাক্কায় ৪ জন জেলে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে ১ জনকে জীবিত ও ১ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার দুপুরে চাঁদপুর হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে নদীতে থেকে মৃত আব্দুল জলিল (১৫)নামে জেলেকে উদ্ধার করে। নিহতের বাড়ি সদর উপজেলার ইব্রাহিমপুর। মোঃ সবুজ ও কবির হোসেন সহ দু’জন জেলে এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন নৌ পুলিশ। নৌ ফাঁড়ীর ইনচার্জ মোহাম্মদ মিজান জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা এমবি কর্ণফুলী ৩ লঞ্চ ঘন কুয়াশার কারণে নদীতে থাকা জেলে নৌকাকে ধাক্কায় দেয় এতে চারজন জেলে নিখোঁজ হলেও একজন জীবিত ও একজন মৃত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিহত জেলে আব্দুল জলিলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান তিনি।