ডেঙ্গুতে হসপাতালে ভর্তি ২৩৬৭, মৃত্যু আরও ৭

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো

জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি:

দেশে ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৪২৯ জন। এছাড়া ডেঙ্গু জ্বরে একদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫০৬ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ আগস্ট) থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৭০০ জনের মধ্যে ৮৫৭ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে এক হাজার ২১৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১৩ জনের মধ্যে আটজন ঢাকার এবং পাঁচজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২৯ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ হাজার ২৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪০২ জন।

এছাড়া এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৯ লাখ ৮ হাজার ৯৮ জন। এর মধ্যে ঢাকায় থাকেন ৪৭ হাজার ৭৩ জন এবং ঢাকার বাইরে ৫১ হাজার ২৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *