ডেস্ক রিপোর্ট ঃ
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কিংবদন্তি নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমাটির নাম ‘পদাতিক’। সেই ছবিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির প্রথম পোস্টার। যেখানে মৃণাল সেন চরিত্রে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী।
সেখানে দেখা যায়, রাস্তার ওপর এক হাত অর্ধেক বাঁকিয়ে বসে আছেন ‘কারাগার’ অভিনেতা। কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন সেই পোস্টারটি শেয়ার করেছেন এবং তার মঙ্গল কামনা করেছেন।
বুধবার (১১ জানুয়ারি) সকালে ‘বিগ বি’ তার ভেরিফায়েড ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে পোস্টারটি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন: “অল দ্য বেস্ট।” পোস্টে তিনি ট্যাগ করেছেন ছবির নাম, চঞ্চল চৌধুরী এবং সৃজিত মুখার্জিকে।
চঞ্চলের সিনেমা নিয়ে অমিতাভ বচ্চনের পোস্ট দেখে উচ্ছ্বসিত বাংলাদেশি নেটিজেনরা। বিগ বি-র প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি চঞ্চলের মতো একজন শিল্পীর জন্য তারা গর্বিত।
এই ছবিতে মৃণালের স্ত্রী গীতা সেনের ভূমিকায় অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। ১৪ মে মৃণাল সেনের জন্মশতবর্ষ। দিবসটি উপলক্ষে ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।