ঘোড়াশাল পলাশ সার কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ঘোড়াশাল পলাশ সার কারখানায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জেলা

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরি (পিএলসি)তে কর্মরত ৭১ জন শ্রমিককে ছাটাইয়ের প্রতিবাদে ও তাদের চাকুরিতে পুন:বহাল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। সকালে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরির প্রধান গেইটের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এসময় ছাটাইকৃত শ্রমিকরা জানান, গত ২ মার্চ ফ্যাক্টরির কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়াই ফ্যাক্টরিতে কর্মরত ৭১ জন শ্রমিককে ছাটাই করে দেয়। তারা দীর্ঘ বছর ধরে দৈনিক মজুরীর ভিত্তিত্বে কাজ করে আসছিল। নিয়ম বহিভুত তাদের চাকুরিচ্যুত করায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা অসহায় অবস্থায় পড়তে হচ্ছে তাদের। মানববন্ধনে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আমিনুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমারসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় দ্রুত সময়ের মধ্যে ছাটাইকৃত নোটিশ বাতিল করে তাদের চাকুরিতে পুন:বহালের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সার কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরির প্রশাসনিক গেইটের সামনে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *