গ্রেটেস্ট ব্র্যান্ড এন্ড লিডার অ্যাওয়ার্ড অর্জন করলেন চট্টগ্রামের ব্যবসায়ী আক্কাস উদ্দিন

গ্রেটেস্ট ব্র্যান্ড এন্ড লিডার অ্যাওয়ার্ড অর্জন করলেন চট্টগ্রামের ব্যবসায়ী আক্কাস উদ্দিন

জেলা

চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অনন্য অবদান এবং হসপিটালিটি সেক্টরে সাফল্য অর্জন করায় থাইল্যান্ডের ব্যাংকক থেকে গ্রেটেস্ট ব্র্যান্ড এন্ড লিডার অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছেন চট্টগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, লা মেনসা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিন। গত মঙ্গলবার ব্যাংককের হোটেল ম্যারিয়ট ব্যাংকুইট হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আক্কাস উদ্দিনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক অর্গানাইজেশন এশিয়ান বিজনেস এন্ড সোস্যাল ফোরাম এবং ইউআরএস এশিয়ান ওয়ান এই অ্যাওয়ার্ড প্রদান করে।
থাইল্যান্ডে দায়িত্বরত ১০ টি দেশের কুটনৈতিক এবং তারকা অতিথিদের উপস্থিতিতে বর্ণিল আয়োজনের মাধ্যমে এশিয়ান বিজনেস এন্ড সোস্যাল ফোরাম এবং ইউআরএস এশিয়ান ওয়ান কর্তৃক বিভিন্ন দেশের সফল ব্যক্তিদের বিশেষায়িত এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী নাগেশ সিং, ব্রাজিলের রাষ্ট্রদূত জোসে বোর্হেস ডস সান্তোস জুনিয়র, বাহারাইনের রাষ্ট্রদূত মুনা আব্বাস মাহমুদ রাধি, মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত তুমুর আমরসানা, কাজাখাস্তানের রাষ্ট্রদূত আরমান ইসেতোভ, ইসরাইলের রাষ্ট্রদূত ওর্না সাগিভ, লাওসের রাষ্ট্রদূত খামফান আনলাভান, কেনিয়ার রাষ্ট্রদূত কিপটিনেস লিন্ডসে কিমওল, কুয়েতের রাষ্ট্রদূত মোহাম্মদ হোসেন আলফাইলাকাউই, দক্ষিন আফ্রিকার রাষ্ট্রদূত থোবেকা দ্লামিনি, ভারতীয় অভিনেত্রী মালাইকা অরোরা, থাই অভিনেত্রী ওপাল পানিসারা। মঞ্চে অতিথিরা আনুষ্ঠানিকভাবে আক্কাস উদ্দিনের হাতে  অ্যাওয়ার্ড ও সম্মাননা তুলে দেন। অ্যাওয়ার্ড গ্রহন করে আক্কাস উদ্দিন বলেন, ‘এই অর্জন আমার জন্য গৌরবের একই সাথে আমার বাংলাদেশের জন্যও সম্মানের। আমি দীর্ঘ প্রায় ২০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই কাজের ধারাবাহিকতায় দেশের পর্যটন শিল্প বিকাশে আমার ভূমিকার জন্য আজকের এই অর্জন’। বিশেষ এই অ্যাওয়ার্ড প্রদান করায় এশিয়ান বিজনেস এন্ড সোস্যাল ফোরাম এবং ইউআরএস এশিয়ান ওয়ানকে ধন্যবাদ জানান আক্কাস উদ্দিন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *