গ্যাসলাইন বিস্ফোরণে জবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন

গ্যাসলাইন বিস্ফোরণে জবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন

শিক্ষা

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উদ্ভিদবিদ্যা বিভাগের ছাত্র মেহেদী হাসান শাওনের মৃত্যুর ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। এ সময় তারা শাওনের পরিবারকে ক্ষতিপূরণসহ দুই দফা দাবিও জানান।
বুধবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীরা মানবন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত দুই দফা দাবি হলো, যারা অসতর্কতা ও অবহেলার কারণে শাওনের মৃত্যু ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে তা বাস্তবায়ন করতে হবে। নিহত শাওন তার পরিবারের একমাত্র সন্তান বলেও দাবি করা হচ্ছে। তাই তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের কাছে কোনো বিলম্ব না করে ক্ষতিপূরণ হস্তান্তর করতে হবে।

প্রসঙ্গত, গত ১ মে সকালে রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার ধুপখোলা বাজারের রাস্তায় গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় শাওন দুপখোলায় বাজারে গিয়েছিলেন। এতে সে দগ্ধ হয় এবং তার শরীরের ৩০ শতাংশ পুড়ে যায়। ওই দিন থেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাওনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *