গোসাইরহাটে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলের চক্রান্ত

গোসাইরহাটে আদালতের নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলের চক্রান্ত

জেলা

শাহরিয়ার আহমেদ রিয়াজ ,শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আদালতের আদেশ অমান্য করে জোরপূর্বক বিরোধপূর্ণ নালিশি জমি দখলের চক্রান্ত চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানা ও ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৬৩নং দাসের জঙ্গল মৌজায়,আরএস ১০০ নং খতিয়ান, এসএ ৪৯/৫০ নং খতিয়ানে ৩০১, ৩০২, ৩০৩ নং দাগে ৬ একর ৭৯ শতাংশ জমি নিয়ে গোসাইরহাট পৌরসভার হাটুরিয়া গ্রামের মৃত সুলতান আহাম্মেদ উকিলের ওয়ারিশদের সাথে একই পৌরসভার মিত্রসেনপট্টি গ্রামের মৃত নারায়ন চন্দ্র বনিকের ছেলে গোপাল কৃষ্ণ মরন বনিক গংদের বিরোধ চলে আসছে। সুলতান আহাম্মেদ উকিলের সন্তানরা দাবি করেন ওই জমি তাদের পৈতৃক সম্পত্তি। তাদের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তির উসকানিতে গোপাল কৃষ্ণ মরন বনিক গংরা জোরপূর্বক সম্পূর্ণ সম্পত্তি ভোগ দখল করে আসছে। সুলতান আহাম্মেদ উকিলের সন্তানরা তাদের পৈতৃক সম্পত্তি ভোগ দখল করতে গেলে গোপাল কৃষ্ণ মরন বনিক গংরা তাদের প্রাণনাশের হুমকি এবং এলাকার গণ্যমান্য সালিশদের তোয়াক্কা না করে জমি সম্পদ গ্রাস করায় সুলতান আহাম্মেদ উকিলের ওয়ারিশরা গোপাল কৃষ্ণ মরন বনিক গংদের বিরুদ্ধে আদালতের মামলা দায়ের করেন। গোসাইরহাট সহকারী জজ আদালতে দেওয়ানি মোকদ্দমা নং ১৫৮/২১। উক্ত মামলাটি আদালতে চলমান থাকা ও নিষ্পত্তি না হওয়া অবস্থায় বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা ও নির্দেশনা অমান্য করে গোপাল কৃষ্ণ মরন বনিক গংরা ড্রেজারের মাধ্যমে গত রোববার থেকে বিরোধপূর্ণ ওই জমির ডোবায় মাটি ভরাট শুরু করে। সুলতান আহাম্মেদ উকিলের সন্তানরা বাঁধা দিতে গেলে গোপাল কৃষ্ণ মরন বনিক গংরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দিয়ে ড্রেজার দিয়ে মাটি ভরাটের কাজ চালিয়ে যেতে থাকে। পূনরায় বাধা দিতে গেলে খুন জখম ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় সুলতান আহাম্মেদ উকিলের ছেলে সালাউদ্দিন উকিল বাদী হয়ে গত সোমবার গোপাল কৃষ্ণ মরন বনিক, মলয় কুন্ডু, অজয় কুন্ডু, দীপক কুন্ডু, কালাচান কুন্ডু, অধিক কুন্ডু, আশিষ কুন্ডু ও অসিম কুন্ডুকে আসামী করে গোসাইরহাট থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নালিশি জমিতে ড্রেজার দিয়ে মাটি ভরাট করতে দেখে কাজ বন্ধ রাখতে বলেন এবং দুই পক্ষকেই কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন।
সালাউদ্দিন উকিল বলেন, উক্ত জায়গা সম্পত্তি আমাদের পৈতৃক সম্পত্তি। গোপাল কৃষ্ণ মরন বনিক গংরা আমাদের জায়গা জমি বুঝিয়ে না দিয়ে তারা প্রভাব খাটিয়ে ভোগ দখল করছে। এ বিষয়ে আমরা আদালতে মামলা করলে আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীদের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদীরা আদালতের নির্দেশ অমান্য করে উক্ত জমি সম্পত্তি ড্রেজার দিয়ে মাটি ভরাট করে জোরপূর্বক দখলের চক্রান্ত শুরু করছে। নিরুপায় হয়ে আমি থানা ও ইউএনও বরাবর অভিযোগ করেছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট করতে নিষেধ করেন। তারপরও তারা মাটি ভরাট বন্ধ করনি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
গোপাল কৃষ্ণ মরন বনিক বলেন, এ জমি আমাদের পূর্ব পুরুষদের ক্রয়কৃত সম্পত্তি। একশত বছর ধরে আমরা এ জমি সম্পত্তি ভোগ দখলে আছি। একটি চক্র ভুয়া কাগজপত্র বানিয়ে জমি তাদের বলে দাবি করছে। তারা আদালতে মামলা করলে আদালত মামলা খারিজ করে দেয়। এরপর তারা আপিল করেছে। আমাদের জমিতে আদালতের কোন নিষেধাজ্ঞা নেই। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার বলেন, অভিযোগের ভিত্তিতে দুই পক্ষকেই কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে। কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *