গুগলে চন্দ্রযান-৩ এর অ্যানিমেটেড ডুডল

গুগলে চন্দ্রযান-৩ এর অ্যানিমেটেড ডুডল

আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি

তথ্য ডেস্ক:
চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করা বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে ভারত। চন্দ্রযান-৩ এর এই মিশনের সাফল্য যুগান্তকারী। প্রায় পঞ্চাশ বছর আগে মানুষ চাঁদে অবতরণ করেছিল। এখনও চাঁদে অভিযানে সফলতা যুগান্তকারী সাফল্য। এই অবতরণ সফল হতেই উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা ভারত। আর এদিন এই উচ্ছ্বাসে গা ভাসাল পৃথিবীর বৃহত্তম টেক কোম্পানি গুগল।

বিষুবরেখার পরিবর্তে চাঁদের মেরুতে সফল অভিযান কঠিন। ভারতের আগে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন সফলভাবে এই অপারেশন পরিচালনা করেছিল। দক্ষিণ মেরুতে ভারতের সফল অভিযানের গুরুত্ব সারা বিশ্ব উপলব্ধি করছে। বোঝা যাচ্ছে এই ৯ বিলিয়ন শিল্পে ভারত আরও একটি অগ্রগামী হতে চলেছে। আর তাদের সাফল্যকে স্বীকৃতি দিতে ইতিমধ্যেই ডুডল প্রকাশ করেছে গুগল।

প্রত্যেক বিশেষ দিনেই নানা সৃষ্টিশীল কারুকার্য উপহার দেয় গুগল ডুডল। এদিন চন্দ্রযান-৩ এই সাফল্যের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে বিশেষ ওয়েব পেজ তৈরি করল গুগল। একটি অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে এটি ফুটিয়ে তুলেছে তারা।

এই অ্যানিমেটেড ডুডলে দেখা যাচ্ছে বিক্রম ল্যান্ডার চাঁদের চার পাশে পরিক্রমা করছে এবং অবশেষে দক্ষিণ মেরুতে অবতরণ করছে। তারপর রোভার প্রজ্ঞান বেরিয়ে এসে চন্দ্র পৃষ্ঠে অন্বেষণ করা শুরু করে। এই অভিযান সফল হওয়ার পর ইসরো যে অভিনন্দন শুভেচ্ছা পেয়েছে সেগুলিকে তুলে ধরেছে এই অ্যানিমেটেড ডুডল।

এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন চাঁদের জমিতে সফল ভাবে নামতে পেরেছে। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে ভারত। চাঁদে নামলেও প্রাকৃতিক উপগ্রহের দক্ষিণ মেরুতে ভারতের আগে বিশ্বের কোনও দেশই অভিযান সফল করতে পারেনি।

কিছুদিন আগে রাশিয়ায় লুনা-২৫ এই গন্তব্যে থাকলেও তাদের অভিযান কোনও কারণে ব্যর্থ হয়। যার ফলে সারা বিশ্বের নজর ছিল চন্দ্রযান-৩ এর উপর। নানা জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে সফল ভাবে চাঁদের অন্ধকার দিকে অবতরণ করেছে বিক্রম ল্যান্ডার।

চাঁদের দক্ষিণ মেরু দীর্ঘদিন ধরেই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। এই অংশে জ্বালানি, পানি ও অক্সিজেন পাওয়া যাবে বলে অনেকে মনে করেন। তাছাড়া এখানে মহাকাশযান পাঠানোর মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল অভিযানের সম্ভাবনা আরও সহজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *