নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে দিয়েছে। ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো। নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না।
শনিবার (৫ আগস্ট) দুপুরে বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘বিএনপির গুগলিতে আওয়ামী লীগ পুরো বোল্ড আউট হয়ে গেছে’ বলে মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ কামালের জন্মদিনে তার রক্তাক্ত প্রয়াণের মর্মান্তিক ঘটনা আমাদের জীবনে আনন্দের বদলে শোকের বার্তা নিয়ে আসে।
তিনি বলেন, আমি একটা কথা বলতে চাই, কোনো প্রকার রাখঢাক না করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি।
জিয়াউর রহমান ৭৫-এর সৃষ্টির মাস্টারমাইন্ড বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ২১ আগস্ট তারেক রহমানের সৃষ্টি। তাই বিএনপির মতো এই বিষ যতদিন থাকবে ততদিন খুন, ষড়যন্ত্র, সন্ত্রাসসহ সব ধরনের অশান্তি ও অস্থিরতা থাকবে। কারণ এসবের হোতা হচ্ছে বিএনপি। তারা আবারও বাংলাদেশের মাটিতে সন্ত্রাস ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়।