নিজস্ব প্রতিনিধি:
আয়ের রেকর্ড করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৭ সালের পর প্রথমবারের মতো, সিআর সেভেন এই তালিকায় জায়গা করে নিয়েছেন। এর আগে এই তালিকার শীর্ষে নাম ছিলো লিওনেল মেসির।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসও নিশ্চিত করেছে যে রোনালদো ২০২৩ সালে আয় করা বেতনভোগী খেলোয়াড়ের তালিকার শীর্ষে রয়েছেন। ১ মে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রোনালদোর এক বছরে আয় ১৩৬ মিলিয়ন ডলার। এটি রোনালদোর মোট ১৭তম গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
গত মে, ফোর্বস বিশ্বের সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদদের নাম প্রকাশ করে, যেখানে রোনালদো তালিকার শীর্ষে ছিলেন। এক বছরে, মাঠ থেকে রোনালদোর আয় ছিল ৪৬ মিলিয়ন ডলার এবং মাঠের বাইরে আল নাসর তারকার আয় ৯০ মিলিয়ন ডলার দেখানো হয়েছে, যা প্রায় ৬ বছর পর রোনালদোকে সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদদের তালিকার শীর্ষে রাখে। এবং এটি ছিল রোনালদোর সামগ্রিকভাবে তৃতীয়বারের মতো শীর্ষ উপার্জনকারী তালিকায়, যা তাকে আরেকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি দিয়েছে।
২০২২ সালে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়দের মধ্যে শীর্ষস্থান দখল করার পথে মেসির উপার্জন ছিলো ১৩ কোটি ডলার।