গানের মাধ্যমে কটাক্ষের জবাব দিলেন বুবলী!

গানের মাধ্যমে কটাক্ষের জবাব দিলেন বুবলী!

বিনোদন

নিজস্ব প্রতিনিধি:
গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি বিতর্কের মুখে পড়েছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। বুবলীকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন অভিনেত্রী পরীমনি। এছাড়া অপু বিশ্বাসও বিভিন্ন ইঙ্গিতে খোঁচা দিচ্ছেন। এবার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আসেন বুবলী।

সোশ্যাল মিডিয়ায় বেশ প্রাণবন্ত মুডে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। ওয়াইন কালারের লেহেঙ্গায় নায়িকার চোখে মুখে ছিল উত্তেজনা। ব্যাকগ্রাউন্ডে একটা গানও বাজছিল। আর এই গানের মাধ্যমেই সমালোচকদের কটাক্ষের জবাব দিলেন বুবলী।

ওই ভিডিওতে চলছিল নেটদুনিয়ার ভাইরাল গান ‘তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’র কিছু অংশ। যেখানে শোনা যায়, হ্যা, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে। পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন, তারাই আবার করছে কাঠি। সামনে প্রিয়জন যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া ভয়ডর নেই। যে যা বলুক, বলবে। তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’।

বুবলী সেই ভিডিও পোস্ট করার পর, ভক্তরাও মন্তব্য বক্সে বলেছেন যে অভিনেত্রী এই গানটি দিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে নিন্দুকেরা তাকে যতই উপহাস করুক না কেন, বুবলী তার মতোই আছেন। তিনি সমালোচকদের পাত্তা দেন না। এমনকি তিনি কাউকে ভয়ও পান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *