গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জেলা

গাজীপুর প্রতিনিধি :

আলোচনা সভা, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

গত সোমবার দুপুরে নগরীর চান্দনা চৌরাস্তাস্থ নিজস্ব কার্যালয়ে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মো. আব্দুস সোবাহানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসন মেট্রোথানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুল বারী, গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মো. মালেক খসরু খান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল হোসেন মন্ডল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন- গাজীপুর চৌরাস্তায় অবস্থিত এ আড়ৎটি একসময় পরিত্যক্ত অবস্থায় ছিল। বর্তমান সভাপতি আব্দুস সোবহান পরিত্যক্ত এই স্থানকে বৃহত্তর একটি বাজারে পরিণত করেন। এজন্য তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। সকল বাঁধাকে উপেক্ষা করে তিনি এ বাজার স্থাপনের মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

বক্তারা আরো বলেন-নিয়মতান্ত্রিক ভাবে এ বাজার পরিচালিত হচ্ছে। এ বাজারকে নিয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে সম্মিলিত ভাবে রুখে দেয়া হবে। অনুষ্ঠান শেষে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *