গাজীপুরে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

গাজীপুরে ১০দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু

জেলা

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। আজ সকালে ভাওয়াল রাজবাড়ি মাঠে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব মো. আলমগীর হোসেন, গাজীপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রমুখ। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক উপ-সচিব মো. আলমগীর হোসেন বলেন, ‘বিসিক থেকেই বড় বড় শিল্প কারখানা তৈরি হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হতে হবে। উদ্যোক্তাদের দেশ প্রেম, ইনোভেটিভ ও ক্রিয়েটিভ মানসিকতা থাকতে হবে তাহলেই সফল হওয়া যাবে।’
বিসিক’র উপ-মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম বলেন, ‘মেলায় হস্ত ও কারুশিল্পসহ ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যসামগ্রীর ৫০টি স্টল বসেছে। ১০ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২০ মার্চ।’
গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ‘আমরা ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে চাই। যাদের উৎপাদিত পণ্য অনলাইন প্লাটফরম তৈরি করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *