গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর দেশীপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক তরুণের হাত বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে দেশীপাড়ার বিমান বাহিনীর টেকের বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে এলাকার এক মহিলা বিমানবাহিনী টেক বাগানে লাশটি পড়ে থাকতে দেখে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তরুণ গায়ে একটা প্যান্ট পড়া ছিলো এবং লাশের পিছনে দুই হাত শার্ট দিয়ে বাধা ছিলো। লাশের গলায় ছুরি দিয়ে আঘাত করে গলাকাটার চিহ্ন ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের সাথে চাবি, একটি মাস্ক ছিলো। স্থানীয়দের ধারণা রাতের কোন একসময় অথবা ভোরের কোন একসময় তাকে হত্যা করা হয়েছে। তবে লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ জিয়াউল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, লাশটির পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে পরিচয় সনাক্ত ও আসামীদের গ্রেফতার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
