গাজীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিবাদ সভা

গাজীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিবাদ সভা

জেলা

গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ গাজীপুর মহানগর শাখা কমিটির উদ্যোগে এবং কোনাবাড়ী থানা কমিটির আয়োজনে দেশ ও সরকার বিরোধ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই শুক্রবার বিকেল ৩টায় কোনাবাড়ী কুদ্দুস নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের গাজীপুর মহানগর শাখা কমিটির সভাপতি মো. আকাশ শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিমউদদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আজমত উল্লা খান। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আহম্মেদ সাইফুল রহমান ছোটন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আবদুর রহমান মাস্টার ও সাধারণ সম্পাদক, ১০নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান এমএ, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আমিন তপন, অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাজী মো. রাসেল আজাদ। এসময় কোনাবাড়ি মেট্রো থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি মো. মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহ পরান নাসিরসহ কোনাবাড়ী থানা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বানের জলে ভেসে আসা কচুরিপানা নয় যে সামান্য ষড়যন্ত্রে মুখ থুবড়ে পরবে, কোনাবাড়ী থানা এলাকায় জামাত বিএনপির কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। যেখানে নৈরাজ্য সেখানেই প্রতিবাদ গড়ে তোলা হবে।

এসময়ে বক্তারা আরও বলেন, বিশ্বের দরবারে জননেত্রী শেখ হাসিনার সুনাম ছড়িয়ে পড়ায় বিএনপি জামাতের মাথা খারাপ হয়ে গেছে। সুযোগ পেলেই যারা আওয়ামী লীগ কে বিতর্কিত করতে চান সুযোগ পেলেই যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করতে চান তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না, গাজীপুর মহানগর প্রজন্মলীগ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাথে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী জাতীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করতে উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *