গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১২৯ জন

গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ১২৯ জন

জেলা

গাজীপুর প্রতিনিধি :
কোনো প্রকার তদবির, ঘুষ বাণিজ্য ছাড়া কেবল শারীরিকভাবে ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে সরকারি চাকরি পেলেন ১৯জন নারীসহ মোট ১২৯ প্রার্থী। গতকাল দুপুরে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে চূড়ান্ত ফলাফল প্রকাশ ও নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেন কাজী শফিকুল আলম বিপিএম। পুলিশ লাইন্সে আয়োজিত এ ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল’ পদে নিয়োগ পরীক্ষায় মোট ৩ হাজার ৪৮৫ জন আবেদন করেন। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন কাজী শফিকুল আলম। গত বছরের ২৮ ডিসেম্বর পুলিশ সদর দপ্তর থেকে টিআরসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে গাজীপুর জেলায় সাধারণ ও বিভিন্ন কোটায় মোট ৩ হাজার ৪৮৫ জন নারী ও পুরুষ চাকুরী প্রার্থী অনলাইনে আবেদন করেন। পরে ৮ ফেব্রুয়ারি প্রথম দিনের ইভেন্টে শারীরিক সহনশীলতা পরীক্ষায় ১ হাজার ৭৯৪ জন, দ্বিতীয় দিনের ইভেন্টে ১ হাজার ২০১ জন এবং তৃতীয় দিনের ইভেন্টে ৯২৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়। পরে ১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে ৯১৭ জন প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে লিখিত পরীক্ষায় ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়। তারা ২৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ সর্বমোট ১২৯জন প্রার্থীর পুরুষ ১১০জন এবং নারী ১৯জন রয়েছেন। এসময় গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) নন্দিতা মালাকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *