গাজীপুরে নাটাব এর তামাক নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে নাটাব এর তামাক নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত-Bangla Latest News

জেলা

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও টাস্কফোর্স কমিটির ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা গতকাল সিটি কর্পোরেশন হল রুমে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটার এর আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের গাজীপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাতেম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আব্দুল হান্নান। এসময় অন্যান্যর মধ্যে তামাক নিয়ন্ত্রণে করণীর বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এড. আয়েশা আক্তার, কাউন্সিলর খন্দকার নূরুন্নাহার, কাউন্সিল হাসান আজমল ভূইয়া, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমত উল্লাহ, লাইসেন্স কর্মকর্তা মো. লুৎফর কিবরিয়া, স্যানিটেশন অফিসার মলয় কুমার দাস, নাটাব এর প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ, প্রজেক্ট কো—অর্ডিনেটর শাহীনুর ইসলাম প্রমুখ। মত বিনিময় সভায় বক্তাগণ বলেন, তামাকের ধোঁয়ায় অনেক রাসায়নিক উপাদান থাকে যা ধূমপায়ী ও অধূমপায়ী উভয়ের জন্যই অনেক ক্ষতিকর। প্রতিবছর শুধুমাত্র ধূমপানের কারণে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, যক্ষ্মাসহ চোখের রোগ আক্রান্ত হয়ে ১ লাখ ২৬ হাজার মানুষ মৃত্যুবরণ করে। যার অধিকাংশই অকালমৃত্যু হয়। তাই তামাক বিক্রয় এর স্থান সীমিত করে যত্রতত্র তামাকজাত দ্রব্য ক্রয় বিক্রয় বন্ধসহ তামাক নিয়ন্ত্রন আইনের কঠোর প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন বক্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *