গাজীপুরে তিন হাজার অসহায় মানুষের মাঝে শ্রমিক নেতার ঈদ বস্ত্র বিতরণ

গাজীপুরে তিন হাজার অসহায় মানুষের মাঝে শ্রমিক নেতার ঈদ বস্ত্র বিতরণ

জেলা

গাজীপুর প্রতিনিধি :
অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় তিন হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করেছেন গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি ও বাসন থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ আব্দুস সোবাহা । আজ সকালে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিক নেতার নিজ বাসভবনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করেন।
শাড়ি পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে মোসা: খোদেজা বেগম বলেন, ‘প্রতিবছরই শ্রমিক নেতা আবদুস সোবহান ভাই ঈদ সামগ্রী দিয়ে আমাদের সহায়তা করেন। এ বছর খুবই অভাবের সাথে দিন কাটাচ্ছিলাম। নগদ অর্থ ও শাড়ি পেয়ে আমরা উপকৃত ও আনন্দিত।’
এসময় উপস্থিত ছিলেন ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী, গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মন্ডল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ঢাকা জেলার সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, জাতীয় শ্রমিক লীগ গাজীপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক সৈয়দ আব্দুল জলিল, শ্রমিক নেতা সুলতান মন্ডল, আলম হোসেন, আব্দুল কাদেরসহ আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *