গাজীপুরে অর্থঋণ মামলায় ব্যবসায়ী কারাগারে

জেলা

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে অর্থঋণ মামলায় মেসার্স ফনিক্স ল্যাম্পের স্বত্তাধিকারী এ আর মাহবুবুর রহমান নয়নকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ গাজীপুর যুগ্ম জেলা জজ ও অর্থঋণ আদালত এ নির্দেশ প্রদান করেন। মাহবুবুর রহমান নয়ন (৫৮) গাজীপুর মহানগরীর সদর থানাধীন বরুদা এলাকার মো. হযরত আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১২ জানুয়ারি অগ্রণী ব্যাংক লিমিটেড গাজীপুর কর্পোরেট শাখা হতে ব্যবসায়িক ঋণ হিসেবে ১৫ লাখ টাকা উত্তোলন করে নয়ন। ঋণের টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন গড়িমসি করায় আদালতে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। যার মামলা নম্বর-২/২০২১। মামলাটি চলমান থাকাবস্থায় চলতি মাসে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ নয়নকে গ্রেফতার করে। গতকাল বিজ্ঞ আদালতে নেয়া হলে আদালত নয়নের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

আদালত সূত্র আরো জানায়, বর্তমানে নয়নের অনাদায়ী ঋণের পরিমাণ ৩৪ লাখ ২৩ হাজার টাকা। গাজীপুর মেট্রোপলিটন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে নয়নকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত নয়নের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *