নিজস্ব প্রতিনিধি:
হোয়াইট হেডস আমাদের মুখের সৌন্দর্য ম্লান করতে ১০০% সফল। গরমের সময় ত্বকে এর আনাগোনা অনেক বেড়ে যায়। কিন্তু সারা বছরই এই হোয়াইট হেডসের সমস্যায় ভোগেন অনেকেই।
হোয়াইটহেডস এক ধরনের ব্রণ। এই ধরনের ব্রণ সাদা রঙের হয়। ত্বকের অতিরিক্ত তেল এবং মৃত কোষ ছিদ্র বন্ধ করে দিলে এই সমস্যা হয়। এ ধরনের সমস্যায় অনেকেই খুব অস্বস্তিতে থাকেন।
বিশেষজ্ঞরা বলছেন, ত্বকে ময়লা, তেল, মৃত কোষ ও অপরিচ্ছন্নতার কারণে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। আর সেখান থেকে হোয়াইট হেডস দেখা যায়। তৈলাক্ত ত্বকে এই সমস্যা বেশি দেখা যায়। মানসিক চাপ, ধূমপান এবং ভুল প্রসাধনী ব্যবহারের কারণেও হোয়াইটহেডস হতে পারে।
ত্বকে হোয়াইট হেডস দেখা দিলে সহজে চলে যেতে চায় না। তবে হোয়াইট হেডস দূর করতে আপনি কিছু প্রাকৃতিক উপাদানের উপর নির্ভর করতে পারেন।
ঘরে বসেই হোয়াইটহেডস দূর করতে হলুদ ব্যবহার করতে পারেন। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিসেপটিক হলুদের ফেসপ্যাক তৈরি করতে ১ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ গোলাপ জল এবং ১/২ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি সাদা মাথায় লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। এটি দিনে দুবার করুন।
হোয়াইটহেডস দূর করতে চিনি, মধু ও পাতি লেবুও ব্যবহার করতে পারেন। এর জন্য ১ চামচ মধু, ১ চামচ চিনি এবং ১ চামচ লেবুর রস একসঙ্গে মেশান। এই মিশ্রণটি তুলো দিয়ে হোয়াইটহেডস-এ লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।
এ ছাড়া অ্যালোভেরা ও মধু ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাকটি তৈরি করতে, একটি পাত্রে ১ টেবিল চামচ অ্যালোভেরা এবং ১ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। ৪ মিনিটের জন্য আক্রান্ত স্থানে মিশ্রণটি ম্যাসাজ করুন। ১০ মিনিট অপেক্ষা করুন এবং ঠান্ডা জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। সপ্তাহে চার দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।