আন্তর্জাতিক ডেস্ক:
গত ৪৬২ দিনে জ্বালানির দাম বাড়েনি। অর্থাৎ ১ বছর ৩ মাসেরও বেশি সময় ধরে কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে। ফলে সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে। কিন্তু, কলকাতায় ১০৬ টাকায় পেট্রোল কিনতে গেলেও আমজনগণের পকেট খালি হচ্ছে। এই চিত্র শুধু কলকাতার নয়, সারা দেশেই পেট্রোল-ডিজেলের দাম অনেক বেশি। কিন্তু একটি শহরে পেট্রোলের দাম লিটার প্রতি মাত্র ৮৪ টাকা।
রবিবার পেট্রোল-ডিজেলের দাম ঘোষণা করেছে রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম সংস্থাগুলি। দেখা যাচ্ছে যে এদিনও জ্বালানির দামের কোনো পরিবর্তন হয়নি।
বিভিন্ন রাজ্যে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১০০ টাকারও বেশি। বিহার, কেরালা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, সিকিম, ঝাড়খন্ড, কর্ণাটক, পাঞ্জাব, মণিপুর, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের সমস্ত জেলা ১০০ টাকা ছাড়িয়েছে। এমনকি ওড়িশা, রাজস্থান এবং মধ্যপ্রদেশেও ডিজেলের দাম ১০০ টাকার উপরে।
নয়াদিল্লিতে জ্বালানির দাম তুলনামূলক কম। নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৬.৭২ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৬২ টাকা। কলকাতায়ও বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। কলকাতা শহরে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৭৬ টাকা।
এমনকি দেশের বাণিজ্যিক শহর মুম্বাইতেও জ্বালানির দাম আকাশ ছোঁয়া। আসলে তা কলকাতার চেয়েও বেশি। মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটার ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৭ টাকা প্রতি লিটার। দেশের দক্ষিণাঞ্চলের শহরগুলোতে জ্বালানির দাম অনেক বেশি। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২.৬৩ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯৪.২৪ টাকা।
অন্যদিকে, পোর্ট ব্লেয়ারে পেট্রোলের দাম প্রতি লিটার ৮৪.১০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটার ৭৯.৭৪ টাকা।
এদিকে অপরিশোধিত তেলের দাম কমেছে হু হু করে। ২০২২ সালের মার্চ থেকে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৫৫ ডলার কমেছে। ২০২২ সালের মার্চ মাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩৯ ডলারে পৌঁছেছে। সেই দাম এখন ব্যারেল প্রতি ৮০ ডলারে নেমে এসেছে।