নিজস্ব প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের একাংশের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। নুরুল হক নূর পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ খান।
সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় এ ফল ঘোষণা করা হয়। এর আগে দুপুর ১টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার তোফাজ্জল হোসেন ও তৌফিক শাহরিয়ার।
দলের কাউন্সিলে সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- নুরুল হক নুর, নাজমুল উস সাকিব, বায়েজিদ শাহেদ ও জাফর মাহমুদ।
এছাড়া সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন। তারা হলেন- রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার ও জিল্লু খান।
এই নির্বাচনে মোট ভোটার ছিল ২১৬ জন। এর মধ্যে উচ্চ পরিষদের ভোটার সংখ্যা ১২৬ জন। বাকিরা জেলা প্রতিনিধি হিসেবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
উচ্চ পরিষদের নির্বাচনে আবু হানিফ সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে জয়ী হন। বিজয়ী বাকি সদস্যরা হলেন- শাকিলুজ্জামান, হানিফ খান সজিব, শহীদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী, জসিম উদ্দিন। এতে ১৮ জন প্রার্থী ছিলেন। ১২৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৮৩টি, বাতিল হয়েছে ২টি, মোট ভোট ৮১।
নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে সর্বোচ্চ ১৩৫ ভোট পেয়ে দলটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুর এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
এর আগে গত ২ জুলাই জাতীয় কাউন্সিল ও গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের নির্বাচন সম্পন্ন করতে চার সদস্যের নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলামকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। সহ-আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার, সহ-আহ্বায়ক মাহবুব জনি ও সদস্য তোফাজ্জল হোসেনকে নির্বাচন কমিশনার করা হয়।
২০২১ সালে পিপলস রাইটস কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। দলটি প্রতিষ্ঠালগ্ন থেকে একটি আহ্বায়ক কমিটি দিয়ে চলছিল। সোমবার নির্বাচনের মধ্যে দিয়ে দলটি প্রথম কমিটি পেলো।