নিজস্ব প্রতিনিধি:
খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে আগামী ২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া সব বড় শহরে পদযাত্রার ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী এ কথা বলেন।
নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম- এই ১০টি শহরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
রুহুল কবির রিজভী বলেন, এই কর্মসূচিতে উচ্চ আদালতের নির্দেশে আদালত ও সরকারের অবমাননা, অনুপস্থিত মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্য বৃদ্ধি, লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতিসহ ১০ দফা বাস্তবায়নের দাবি জানানো হবে।