খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি ড্যাব’র

খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি ড্যাব’র

জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অবিলম্বে তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়া সত্ত্বেও সরকার তাকে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে।

আমরা অবিলম্বে তাকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

ড্যাব নেতারা জানান, এদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ও সংগ্রামী নেত্রী খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ এই নারী। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড একাধিকার পরামর্শ দিয়েছে যে, খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেয়ার মতো আর কিছু বাকি নেই।

কারণ তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে তাকে বিদেশে উন্নত কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া খুবই জরুরি। তাই আমরা সরকারের প্রতি আহ্বান জানাই রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে একজন প্রবীণ নারী বেগম খালেদা জিয়াকে যত দ্রুত সম্ভব বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতে। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে সরকার দায়ী থাকবে।

ড্যাব নেতারা জানান, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৯ বছর। সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পেলেও প্রবীণ বয়সেও কার্যত কারাবন্দি খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভুগছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *