বর্ণিল আয়োজনে খানসামার হোসেনপুর ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন

খানসামার হোসেনপুর ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপন

জেলা

চৌধুরী নুপুর নাহার তাজ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
বর্ণিল আয়োজনে দিনাজপুরের খানসামা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোসেনপুর ডিগ্রি কলেজের রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। রজতজয়ন্তী উপলক্ষ্যে  আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে র‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোনায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ হোসেন, ইউএনও রাশিদা আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে হোসেনপুর ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০২৩ সালে এই প্রতিষ্ঠানের ২৫ বছর পূর্ণ হওয়ায় নানা আয়োজনে রজতজয়ন্তী উদযাপন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *