খাগড়াছড়িতে জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখতে মানববন্ধন

খাগড়াছড়িতে জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখতে মানববন্ধন

জেলা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে জীববৈচিত্র্য অক্ষুন্ন রাখতে নদী খাল বিল, পুকুর জলাশয় রক্ষায় ও নির্বিচারে পাহাড় কাটা বন্ধসহ পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

আজ সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহীদ মিনার প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এডভোকেট নাসির উদ্দিন আহমদ, সভাপতি সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি জেলা শাখা।

এতে বক্তব্য রাখেন, সুজনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নির্মল কান্তি দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, নারী অধিকার নেত্রী লালসা চাকমা, দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান, সাংবাদিক আজিম উল হক, অপু দত্ত প্রমুখ।

বক্তারা বলেন, খাগড়াছড়ির বিভিন্ন স্থানে সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে নির্বিচারে পাহাড় কেটে পরিবেশ ভারসাম্যে নষ্টসহ প্রকৃতি ধ্বংসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। সবুজ বনাঞ্চল বিলিন করে ধুধুময় উতপ্ত পরিবেশ তৈরি হচ্ছে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধংসই বয়ে আনবে। তাই তারা প্রশাসনকে যত দ্রুত সম্ভব পরিবেশ বিরোধী কর্মকান্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *