‘ক্রীড়াঙ্গনে শেখ কামাল এর অবদান মানুষ চিরকাল মনে রাখবে’

‘ক্রীড়াঙ্গনে শেখ কামাল এর অবদান মানুষ চিরকাল মনে রাখবে’

জাতীয়

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ মাস আমাদের শোকের মাস। এ মাসেই কামালের জন্মদিন। কামাল আমার ছোট, আমরা পিঠাপিঠি দুই ভাই-বোন। খেলার সাথী, আন্দোলন-সংগ্রামেও একসঙ্গে ছিলাম। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার অবদান মানুষ চিরকাল মনে রাখবে।

শনিবার (৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তার নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় ৮টি ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর জাতির পিতা এদেশে খেলাধুলার উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছিলেন। আমাদের পরিবার সবসময় খেলাধুলার সাথে জড়িত ছিল। কামাল খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সব সময় অগ্রণী ভূমিকা পালন করতেন।

তিনি আরও বলেন, অনেক গরিব পরিবারের ছেলে-মেয়েরা স্বর্ণ জয় করে নিয়ে আসে। অনেক প্রতিবন্ধী সাফল্য দেখায়। তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের জন্য স্বর্ণপদক বয়ে আনে এটা ছোট কথা নয়। আমরা তাদের সমর্থন করি – যাতে তারা যেতে পারে, খেলাধুলায় অংশ নিতে পারে।

সরকারপ্রধান বলেন, জাতির উন্নয়নের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উন্নয়নও প্রয়োজন। এ জন্য বিভিন্ন এলাকা থেকে মেধা সংগ্রহের উদ্যোগ নিতে হবে। বেসরকারী পৃষ্ঠপোষকদেরও তাদের বিকাশের সুযোগ তৈরি করতে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *