ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন শান্ত

ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন শান্ত

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:
শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের বিদায় বাংলাদেশ দলকে বিপদে ফেলে দেয়। তবে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের মধ্যে তৃতীয় উইকেট জুটি বাংলাদেশ দলকে ভালো অবস্থানে নিয়ে যায়।
৯৮ রানের দারুণ এক জুটি গড়ে ওঠে দুজনের ব্যাটে। তাদের এই জুটির ওপর ভর করেই বাংলাদেশের রান ১০০ ছাড়িয়েছে। এর মধ্যে শান্ত ও মুশফিক দুজনই হাফ সেঞ্চুরি করেছেন। এই সিরিজেই ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি করেন শান্ত। এবার দ্বিতীয় হাফ সেঞ্চুরি পেলেন তিনি।

তবে ৬৯ বলে অর্ধশতক পূর্ণ করার পর উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। দুর্ভাগ্যজনক রানআউটে কাটা পড়তে হয় নাজমুল হোসেন শান্তকে। ৭১ বলে ৫৩ রান করে রানআউট হন তিনি।

স্কয়ার লেগ খেলেন শান্ত। কিন্তু এই ফাঁকে রানের জন্য দৌড়াতে থাকেন মুশফিক। শান্ত রান নিতে প্রস্তুত ছিল না। তবে মুশফিকের ডাকে সাড়া দিতে গিয়ে শেষ মুহূর্তে ছুটে যান তিনি। নন-স্ট্রাইক এন্ডে পৌঁছানোর জন্য তিনি ডাইভও করেন। কিন্তু রান পূর্ণ করতে ব্যর্থ হন। তার আগেই উইকেট ভাঙেন রেহান আহমেদ।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৩। মুশফিকুর রহিম ৬১ ও সাকিব আল হাসান ৬ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে লিটন দাস আউট হয়ে যাওয়ার পর উইকেটে থিতু হতে পারলেন তামিম ইকবালও। বাংলাদেশ দলের অধিনায়কও আউট হলেন স্যাম কারানের বলে। ইনিংসের তৃতীয় এবং কারানের দ্বিতীয় ওভারের শেষ বলে জিমস ভিন্সের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *