কোহলির রেকর্ডের রাতে সল্ট ঝড়ে উড়ে গেল ব্যাঙ্গালুুরু

কোহলির রেকর্ডের রাতে সল্ট ঝড়ে উড়ে গেল ব্যাঙ্গালুুরু

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:

ইংল্যান্ডের ফিল সল্টের ব্যাটিং ঝড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৫০ম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ৭ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে।

গতরাতে দিল্লির মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ব্যাঙ্গালুরু। বিরাট কোহলি ও মহিপাল লমরোরের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রানের লড়াকু সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু। ওপেনার হিসেবে নেমে ৫টি চারে ৪৬ বলে ৫৫ রান করেন কোহলি। এই ইনিংস খেলার পথে আইপিএলের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রান পূর্ণ করেন কোহলি। এজন্য তিনি ম্যাচ খেলেছেন ২২৫টি।

৬টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৫৪ রানের মারমুখী ইনিংস খেলেন লমরোর। ব্যাঙ্গালুরুর অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু-প্লেসিস ৩২ বলে ৪৫ রান করেন। দিল্লির অস্ট্রেলিয়ান পেসার মিচেল মার্শ ২ উইকেট নেন।

জবাবে সল্টের ব্যাটিং ঝড়ে ২০ বল বাকী রেখে ১৮২ রানের টার্গেট স্পর্শ করে ফেলে দিল্লি। ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ৮৭ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন সল্ট। তার ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কা ছিলো।

এছাড়া দিল্লির অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ২২, মার্শ ২৬ ও রিলি রৌসু অপরাজিত ৩৫ রান করেন। ম্যাচ সেরা হন সল্ট।

১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে দিল্লি। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে ব্যাঙ্গালুরু।

দিনের আরেক ম্যাচে চেন্নাই সুপার কিংস ৬ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে মুম্বাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *