কোটালীপাড়ায় ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ডিজিটাল এক্সরে মেশিন

কোটালীপাড়ায় ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ডিজিটাল এক্সরে মেশিন

জেলা

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলয় সরকারি ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো ডিজিটাল এক্সরে মেশিন। এই ডিজিটাল মেশিনের কারণে উপজেলার চিকিৎসা সেবার মান আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।

আজ সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনয় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেন গুপ্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা জাবেদ আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান মিজান, ডাঃ মুনমুনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *