সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
“গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ”এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশব্যাপী গ্রামীণ ব্যাংক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছ বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে গ্রামীণ ব্যাংক ঘাঘর শাখার উদ্যোগ আজ দুপুরে ব্যাংক কার্যালয় চত্বরে বসে শতাধিক নারী-পুরুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করেন।
অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সোলায়মান সরদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার মোঃ সোহেল রানা, শাখা প্রতিনিধি কর্মচারী সমিতির কিবরিয়া মাহমুদ, অনিতা হালদার, শায়লা আক্তার, মনির হোসেন, হাসান মাহমুদ, জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় গ্রামীণ ব্যাংক ঘাঘর শাখার উদ্যোগে পর্যায়ক্রমে ১ লক্ষ ৫৪ হাজার তিনশ’টি গাছ বিনামূল্যে বিতরণ করা হবে।