কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি স্বপন, সম্পাদক শামিম

কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি স্বপন, সম্পাদক শামিম

জেলা

সমীর রায়, কোটালীপাড়া প্রতিনিধি:
স্বপন তালুকদারকে সভাপতি, শামিম দাড়িয়াকে সম্পাদক করে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে।

শনিবার (২৯জুলাই) গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

আজ সকাল ১১টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে নতুন কমিটিকে বরন করে নেয় স্থানীয় নেতাকর্মীরা। এই আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় এসে মিলিত হয়।

এ সবাই উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কিবরিয়া দারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম রুনি, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, সাবেক ভিপি ও যুবলীগ নেতা হায়দার আলী হাজরা,যুবলীগ নেতা বুলবুল আহমেদ হাজরাসহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক সামিম দাড়িয়া বলেন, ১বছরের জন্য আমাদের এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগস্ট আমাদের শোকের মাস এই মাস পরে আমরা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দর সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *