কুরিয়ার সার্ভিসে মাদকপাচারে জড়িত সাইফুল কারাগারে

কুরিয়ার সার্ভিসে মাদকপাচারে জড়িত সাইফুল কারাগারে

অপরাধ

নিজস্ব প্রতিনিধি:
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে স্কুল ব্যাগে ভর্তি ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আজ (শনিবার) সাইফুলকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার রাতে ডিএনসির ফরিদপুর কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ ঘটনায় ডিএনসি ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

উপ-পরিচালক মোঃ শামীম হোসেন জানান, একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকের চালানের তথ্য পাওয়া যায়। এরপর রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযুক্ত সাইফুল এর আগেও একবার ফরিদপুর থেকে গ্রেপ্তার হয়েছিল। শামীম হোসেন আরো জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *