কুমিল্লা ব্যুারো:
আজ সকালে কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি থেকে বাগমারা যাওয়ার পথে মোস্তফাপুর নামক স্থানে শাহ আলী সুপারের একটি বাস উল্টে গিয়ে ঘটনাস্থলে ২৫-৩০ জন আহত হয়েছে। এ বিষয়ে জৈনেক আবদুল মিয়া প্রতিবেদক কে জানান, ড্রাইভারদের অসচেতনতা দ্রুত গতিতে গাড়ির চালানো অতিরিক্ত যাত্রী বোঝাই এর কারণে নিয়ম নীতির তোয়াক্কা না করার কারণে বাসগুলি দুর্ঘটনায় পতিত হয়।
আহতদের বিভিন্ন হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
