কুমিল্লা ব্যুারো:
কুমিল্লার সদর দক্ষিণের কোটবাড়ী বিশ্বরোড এলাকা হতে ২০ কেজি গাঁজা ও ২ বোতল বিদেশী মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল গত ১১ জানুয়ারী রাতে সদর দক্ষিণের কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুষ্টিয়া জেলা সদরের খাজানগর (বটতলী) গ্রামের গোলাম মাওলা মোল্লার ছেলে মোঃ রাশেদুল ইসলাম মোল্লা (রাশেদ) (৫০) এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার সানারপাড় গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে মুক্তার হোসেন সুমন (২৯)।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে । র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
