আলমগীর হোসেন আলম, কুমিল্লা প্রতিনিধি ঃ
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লালমাই উপজেলার হরিশ্চর চৌরাস্তা সংলগ্ন জগতপুর, নিশ্চিন্তপুর নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় বজলুর রহমান (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
কুমিল্লা থেকে আসা একটি মালবাহী পিকাপ ভ্যান চাপায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর রহমান উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে। তিনি জগতপুর গ্রামে মেয়ের বাড়ীতে যাওয়ার সময় রাস্তা পার হবার সময় তাকে পিকাপ ভ্যান চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান।
লালমাই হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম জানান, গতকাল দুপুরে লালমাই উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় আঞ্চলিক সড়ক পারাপার হতে গেলে একটি মালবাহী পিকাপ ভ্যানের সাথে দুর্ঘটনাকবলিত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।