কি নিয়ে এতো উচ্ছ্বসিত ডেভিড বেকহ্যাম?

কি নিয়ে এতো উচ্ছ্বসিত ডেভিড বেকহ্যাম?

খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির মালিকদের মধ্যে একজন হলেন ডেভিড বেকহ্যাম। এই ক্লাবের সাথেই অবশেষে আনুষ্ঠানিক চুক্তি করলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে পাওয়াটা সহজ ছিল না মিয়ামির জন্য। শনিবার (১৫ জুলাই) মেসি মিয়ামির সাথে দুই বছরের চুক্তি করেছেন, ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন। ডেভিড বেকহ্যাম মেসিকে মিয়ামিতে নিয়ে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত।

এক বিবৃতিতে বেকহ্যাম বলেছেন, ‘দশ বছর আগে নতুন দল হিসেবে মিয়ামি গঠনের যাত্রা শুরু করেছিলাম। তখনই আমি বলেছিলাম দুর্দান্ত এই শহরে আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের আনতে চাই। এলএ গ্যালাক্সিতে যোগ দিয়ে আমি যেভাবে যুক্তরাষ্ট্রের ফুটবলের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছিলাম, আমি চেয়েছি পরবর্তী প্রজন্ম সেই ধারা বজায় রাখুক। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। মেসির মত বিশ্ব সেরা একজন খেলোয়াড় এই ক্লাবে যোগ দিয়েছে, এর থেকে গর্বের আর কি হতে পারে। আমাদের রোমাঞ্চের পরবর্তী ধাপ এর মাধ্যমে শুরু হলো। মেসিকে মাঠে দেখার অপেক্ষা যেন শেষ হচ্ছেনা।’

গত বছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন মেসি। আগামী শুক্রবার মায়ামির জার্সি পরে মাঠে দেখা যাবে তাকে। চুক্তি স্বাক্ষরের পর এক বিবৃতিতে মেসি বলেন, ইন্টার মিয়ামি এবং যুক্তরাষ্ট্রে আমার ক্যারিয়ারের এই নতুন যাত্রা শুরু করতে পেরে আমি খুবই আনন্দিত।

ডেভিড বেকহ্যাম ইন্টার মিয়ামির মালিকানা কেনার পর থেকে মেসির চুক্তিটি ক্লাবের জন্য সবচেয়ে বড় পদক্ষেপ। ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে খেলার সময় বেকহ্যাম মেজর লিগ সকারের সাথে জড়িত হন। ২০২০ সালে এমএলএস-এ মিয়ামির যাত্রা তার হাত ধরে শুরু হয়েছিল। এক বছর ধরে স্টেডিয়ামের জন্য একটি জায়গা অনুসন্ধান করার পর তিনি মিয়ামি গঠন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *