কিশোরগঞ্জ সদরে রিজার্ভ বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত

কিশোরগঞ্জ সদরে রিজার্ভ বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত

জেলা

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে একটি যাত্রীবাহী রিজার্ভ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী শিশুসহ ২০ যাত্রী আহত হয়েছে।
আজ দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রীদের থেকে জানা যায়, শুক্রবার নেত্রকোনার কলমাকান্দা সদর ইউনিয়ন ও রংছাতি ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় ৬০ জন ভক্ত নিয়ে ইমাম পরিবহনের একটি বাস রিজার্ভ নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরিফে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের সদর উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের রশিদাবাদ ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে শিশু ও নারীসহ ২০ জন ভক্ত আহত হন। এদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের টিম উদ্ধার অভিযান চালায়। পরে বাসটি রেকারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে, তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *