শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধি ঃ
কিশোরগঞ্জ জেলা সদরের কাতিয়ারচর বেইলি ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪০ পিছ ইয়াবাসহ এক ও ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারি সোমবার রাত ৯ টায় জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) হাসমত আলী ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সদর উপজেলার কাতিয়ারচর বেইলি ব্রীজ সংলগ্ন সেবা মেডিকেল হলের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি ইকবাল (২০)কে আটক করে এবং তার কাছে রক্ষিত ১৪০ পিছ ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) উদ্ধার করে। আসামি ইকবাল ভৈরব উপজেলার আগানগর লুনদিয়া গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে। অপরদিকে জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ) মোঃ জুয়েল মিয়া ও সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় রাত ১০ টায় ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ আঞ্চলিক মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি সেন্টু খা(৪২)কে আটক করে। মাদক কারবারি সেন্টু খা উক্ত এলাকার মিয়া চান খার ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য (ইয়াবা ও ফেনসিডিল) তালিকামূলে জব্দ করে আটককৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানা ও ভৈরব থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।