কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬৪ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৩৭৯ টাকার বাজের ঘোষণা করা হয়েছে। আজ পৌরসভা সম্মেলন কক্ষে নতুন কোন কর আরোপ ছাড়াই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র এস এম রবীন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মতিন সরকার ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহম্মেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি এম আই লিখন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা, কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দসহ পৌর কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এসময় প্রধান অতিথি বলেন মেয়র, কাউন্সিলর, ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরবাসীরও। পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ, সড়ক বাতি, ডাম্পিং স্টেশন, পৌর ভবন, হাট বাজারসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ বাজেটে প্রাধান্য পায়।