কালীগঞ্জে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে ৯ যুবকের জেল

কালীগঞ্জে প্রকাশ্যে মদ্যপানের অভিযোগে ৯ যুবকের জেল

জেলা

কালীগঞ্জ প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে প্রকাশ্যে মদ্যপান ও জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ যুবককে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২১ আগষ্ট) রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া আটকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, পৌরসভার ভাদার্ত্তী গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র শহিদুল্লাহ (৪২), মুনশুরপুর গ্রামের মৃত ইমাম উদ্দিনের পুত্র ইয়াজউদ্দিন (৩৫), দড়িসোম গ্রামের মালেক মিয়ার পুত্র মজিবুর রহমান, জালাল উদ্দিনের পুত্র জোবায়ের (২২), মৃত রশিদের পুত্র সোহেল (৪০), আব্দুল রহিমের পুত্র শাওন মিয়া (২৬), আঃ ছাত্তারের পুত্র জনি মিয়া (৩২), কাজল মিয়ার পুত্র সোহান (২৩) এবং মোক্তারপুর ইউনিয়নের শিংলাব গ্রামের রবি চন্দ্র শীলের পুত্র উদয় চন্দ্র শীল।

জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঐতিহ্যবাহী কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বসে একদল উচ্ছৃঙ্খল যুবক গাঁজা ও মদ্যপান করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছিল। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পেয়ে ৯জনকে আটক করে। পরে ঘটনাস্থলে হাজির হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃতদের প্রত্যেককে পৃথকভাবে অর্থদন্ড ও বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় উদয় চন্দ্র শীলকে ৫শ টাকা অর্থদন্ড ও তিন মাসের কারাদন্ড, ইয়াজ উদ্দিনকে ১ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদন্ড এবং মজিবুর রহমানকে ১৫শ টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদন্ড প্রদান করেন।

এছাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) জোবায়েরকে ৩ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদন্ড, সোহেলকে ১৫শ টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদন্ড, শাওনকে ২ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদন্ড, জনি মিয়াকে ১ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদন্ড, শহিদুল্লাহকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও এক মাসের কারাদন্ড এবং দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী সোহানকে ১ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান জানান, দন্ডপ্রাপ্তদের গতকাল দুপুরে গাজীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *