ডেস্ক রিপোর্ট ঃ
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার হওয়ার পর আজ জামিনে মুক্ত হন বিএনপি নেতা ইশরাক হোসেন।
রোববার (২২ জানুয়ারি) ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তাওহিদ এ তথ্য জানান। তিনি জানান, আজ (রোববার) বিকেলে ইশরাক ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে হাজির হলে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তাকে জামিন দেন।
এর আগে, ৫ ডিসেম্বর, ২০২২-এ, আদালত ইশরাকের বিচারের সময়ের জন্য অনুরোধ প্রত্যাখ্যান করে এবং তার গ্রেপ্তারের জন্য একটি পরোয়ানা জারি করে।
জানা গেছে, ঢাকা-১৮ আসনের নির্বাচন বানচালের লক্ষ্যে ২০২০ সালের ২৪ জুন আসামিরা বাংলাদেশ ব্যাংকের বিপরীত দিকে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের গাড়িতে দল বেঁধে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা যাত্রীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
এ ঘটনায় তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক আতাউর রহমান ভূইয়া মতিঝিল থানায় ইশরাকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলা করেন।