গাজীপুর প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৯৭০ ব্যাচের শিক্ষার্থীদের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া গ্রামের প্রবাসী মতিউর রহমানের বাড়িতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দিনটি উপভোগ করেন অংশগ্রহণকারীরা। দীর্ঘদিন পর একত্রিত হওয়ায় সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন, পুরনো দিনের স্মৃতিচারণ করেন। এভাবে অনুষ্ঠানস্থল এক মিলন মেলায় পরিণত হয়।