নিজস্ব প্রতিনিধি:
আজ থেকে তিন বছর আগে মাকে হারিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তৃতীয় মৃত্যুবার্ষিকীতে মা শেফালী বিশ্বাসকে স্মরণ করে আজ ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অপু।
অপু বিশ্বাস লিখেছেন, মা তোমাকে ছাড়া তিন বছর কাটিয়েছি। জানিনা কতদিন তোমাকে ছাড়া থাকতে হবে। আপনি অনেক কিছুই জানো না তুমি, বিশ্বাস করো ভালো লাগে না, তবে তুমি যে অনেক কিছু জানো না, তোমার বিশ্বাস নিয়ে ওপারে আছো, তা নিয়ে অনেক খুশি আমি। জানো মা একদিন এই সেপ্টেম্বর মাসটা আমার কাছে অনেক আনন্দের ছিল কারণ, এই মাসে আমি মা হয়েছি। আবার এই মাসে আমার মাকে হারিয়েছি। আবার এই মাসটা আমার এবং তোমার প্রাণের জয়ের অনেক কিছু…? সেপ্টেম্বর মাসটা আসলে অনেক কিছুর জন্য অপেক্ষা করি!
তিনি আরও লিখেছেন, আমি জানি এগুলো কিছুই তুমি দেখছো না মা। ফেসবুকে লিখতে আমার মোটেও ভালো লাগে না। তবে তোমাকে ভালোবেসে আমার মনের কিছু কথা সকল মাদের সাথে শেয়ার করলাম। ওপারে ভালো থেকো, আমাকে এবং জয়কে অনেক আশীর্বাদ করো।
গত ঈদে মুক্তি পায় অপু বিশ্বাসের ছবি ‘লাল শাড়ি’। এছাড়াও ‘ট্র্যাপ-দ্য আনটোল্ড স্টোরি’ নামে একটি নতুন সিনেমা শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি পরিচালনা করেছেন দ্বীন ইসলাম। এ বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।