নিজস্ব প্রতিনিধি:
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১ জন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত একদিনে ১ হাজার ৪৫৩টি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তকরণের হার ৪.৮৯ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তকরণের হার ১৩.১৮ শতাংশ। নতুন নিহত দুজনই নারী। রাজশাহী বিভাগীয় সরকারি হাসপাতালে তাদের মৃত্যু হয়।
দেশে এখন পর্যন্ত মোট ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭১ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন।