জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।
সোমবার (৭ আগস্ট) এক শোক বার্তায় উপাচার্য বলেন, একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিকের মৃত্যুতে জাতি একজন প্রগতিশীল ও আধুনিক কবি এবং শিক্ষাবিদকে হারালো। সমাজ-সংস্কৃতি, দেশ-ভাবনা এবং তাঁর চিন্তা-চেতনায় জাতি ঋদ্ধ হয়েছে।
উপাচার্য বলেন, সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে কবি মোহাম্মদ রফিকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি শোক বার্তায় প্রয়াত কবি মোহাম্মদ রফিকের আত্মার মাগফেরাত কামনা করে তাঁর পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন।
উল্লেখ্য, কবি মোহাম্মদ রফিক ৬ আগস্ট রাতে মৃত্যুবরণ করেন। তিনি কয়েক দিন আগে নিজ বাড়ি বাগেরহাটে বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে মাদারীপুরের রাজৈর উপজেলায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কবি মোহাম্মদ রফিক ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক পদে যোগ দেন। ১৯৯০ সালে তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৭৮-১৯৮১ সময়ে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ডিসেম্বর মাসে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন।