নিজস্ব প্রতিনিধি:
তারকা সন্তানদের সঙ্গে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সম্পর্ক এক প্রকার আদায়-কাঁচকলায়। তারকা সন্তানদের নিয়ে বরাবরই সমালোচনা করে আসছেন এই অভিনেত্রী। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পেজে দেখা গেল উল্টো চিত্র। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা, তাকে ‘বলিউডের রানী’ বলতেও দ্বিধা করেননি অভিনেত্রী। ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বলিউড পরিচালক মহেশ ভাটের মেয়ে আলিয়া। জন্মসূত্রে তিনি তারকা সন্তান। করণ জোহরের প্রযোজিত ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। স্বজনপোষণের অভিযোগে কারানকে যেমন বার বার কাঠগড়ায় তুলেছেন কঙ্গনা, আলিয়াকেও ছেড়ে কথা বলেননি তিনি। তারকা সন্তান হওয়ার কারণে আলিয়া একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন বলে বারবার দাবি করেছেন কঙ্গনা।
কঙ্গনার কণ্ঠে এখন উল্টো সুর! আলিয়ার প্রশংসায় উচ্ছ্বসিত তিনি! যদিও সাম্প্রতিক কালের ঘটনা নয় তা। ২০১৮ সালে মেঘনা গুলজার পরিচালিত ‘রাজি’ মুক্তি পাওয়ার পর, কঙ্গনা তার হৃদয় খুলে আলিয়ার গুণগান গেয়েছিলেন। সেই ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই বছরের জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেত্রীর খেতাব থেকে বঞ্চিতদের মধ্যে ছিলেন কঙ্গনা, আলিয়া। আলিয়া সেরা অভিনেত্রী নির্বাচিত হওয়ার পরে, সমাজমাধ্যমে তাকে নিশানা করে কোনও পোস্ট না করলেও কঙ্গনা যে এতে বিশেষ খুশি হননি, তা বুঝতে বেগ পেতে হয়নি নেটাগরিকদের।
তবে সম্প্রতি ‘জওয়ান’ মুক্তির পর শাহরুখ খানের ঝরনা প্রশংসিত হয়েছেন বলিউডের ‘কুইন’! গত কয়েক বছরে বলিউডে কোনো ছবিতেই ছাপ ফেলতে পারেননি কঙ্গনা। অগত্যা তিনি দক্ষিণী ছবির দিকে ঝুঁকছেন। সহকর্মীদের সমালোচনা করায় বলিউডে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছেন এই নায়িকা।