কক্সবাজারে মাদক মামলায় চারজনের ১০ বছর কারাদণ্ড

কক্সবাজারে মাদক মামলায় চারজনের ১০ বছর কারাদণ্ড

জেলা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে মাদক মামলায় চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়ার আবদুল গণির ছেলে মীর আহমদ, একই উপজেলার শাহপরীর দ্বীপ উত্তর পাড়ার সৈয়দুর রহমানের ছেলে মো. হাবিব উল্লাহ, শাহপরীর দ্বীপ মিস্ত্রি পাড়ার মো. হোসেনের ছেলে শরীফ হোসেন এবং ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের গোলাম হেসেনের ছেলে রফিক।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মীর আহমদ ও শরীফ হোসেন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি মো. হাবিব উল্লাহ ও রফিক পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *